ইংরেজীতে দক্ষতা বাড়ানোর কৌশল
ইংরেজীতে দক্ষতা বাড়ানোর কৌশল
'এক ঢিলে দুই পাখি শিকার' বাস্তবে সেটা কতটুকু সম্ভব আমি জানিনা, তবে কৌশলী হবার জন্য বলা হয়ে থাকে একটা কাজ এমনভাবে করা যাতে দুটো উদ্দেশ্য পূরণ হয় ।
ইংরেজি আমাদের দ্বিতীয় (কারো কারো আবার তৃতীয় ভাষা) । যেকোনো ভাষা শিক্ষার জন্য প্রয়োজন ঐ ভাষার Vocabulary সম্পর্কে প্রচুর জানাশোনা থাকা । শব্দভাণ্ডার (Vocabulary) যার যতো বেশি তার ঐ ভাষায় দক্ষতাও ততো বেশি থাকার কথা ।
ইংরেজিতে দক্ষ হওয়া |
শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করার জন্য আমি একটা পদ্ধতি অবলম্বন করি (হয়তো অনেকেই এই পদ্ধতি অবলম্বন করেন) । আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতি হলো শব্দভাণ্ডার সমৃদ্ধ করার জন্য সবচেয়ে সহজতর পদ্ধতি (আপনার কাছে মনে হওয়া অন্য কোনো পদ্ধতি থাকলে পরামর্শ দিতে পারেন) ।
প্রতিদিন কমপক্ষে একটা ইংরেজি আর্টিকেল পড়া ইংরেজি ভাষা শিক্ষার্থীকে বলা হয়ে থাকে কিংবা সে নিজেও বুঝতে পারে এটা কত প্রয়োজনীয় ।
একটা ইংরেজি আর্টিকেল যদি ১০০০ শব্দের হয় তাহলে একজন ইংরেজি ভাষা শিক্ষার্থীর কমপক্ষে ৫-১০ শব্দ অজানা (unknown) থাকতে পারে ।
সেই অজানা শব্দার্থগুলো ছোট স্লিপে লিখে পকেটে ভাঁজ করে রাখতে পারেন । এই কাজটা সকালে ঘুম থেকে উঠে করলে সবচেয়ে ভালো হয় ।
পকেটে রাখা এই স্লিপটা নিয়ে সারাদিন যেখানে খুশি সেখানে যান । রাস্তার জ্যামের মধ্যে, ক্লাসের ফাকে, রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার করে খাবার আসার আগ পর্যন্ত, বাস স্ট্যান্ডে বসে বাসের জন্য অপেক্ষা করার সময়, রিক্সায় চড়ে কোথাও যাওয়ার সময় অর্থাৎ যখনই দু চার মিনিট অবসর পাবেন তখনই পকেট থেকে স্লিপটা বের করে শব্দার্থগুলো একটু দেখে নিন ।
দিনে এরকম চার-পাঁচবার স্লিপটা খুলে চোখ বুলালে শব্দার্থগুলো মুখস্থ হয়ে যাবার কথা ।
দিনশেষে বাসায় ফিরে কাউকে স্লিপটা দিয়ে বলুন শব্দার্থগুলো আপনাকে জিজ্ঞেস করতে । যেগুলো মুখস্থ হয়নি সেগুলো অতি দ্রুত মুখস্থ করে ফেলুন । তারপর ডায়েরিতে বা প্যাডে তারিখ সহকারে স্লিপের শব্দার্থগুলো লিখে ফেলুন ।
সপ্তাহে একদিন সারা সপ্তাহের শব্দার্থগুলো রিভিশন দিন । প্রতিদিন যদি গড়ে ৫ টা নতুন শব্দার্থ শিখেন তাহলে মাসে ১৫০ টা নতুন শব্দার্থ শিখলেন ।
বছরে যদি অন্তত ৩০০ দিন এভাবে নতুন শব্দার্থ শিখেন তাহলে বছর শেষে ১৫০০ টা নতুন শব্দার্থ শেখা হলো ।
প্রতিদিন ৫ টা শব্দার্থ শিখবেন নাকি বেশি শিখবেন সেটা নির্ভর করছে আপনার উপর । আপনি চাইলে ৫ টার জায়গায় ১০ টাও শিখতে পারেন, ৩ টা ও পড়েন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো ধারাবাহিকতা বজায় রাখা ।
প্রতিদিন একটা আর্টিকেল আর আর্টিকেল থেকে ৫ টা শব্দার্থ শিখলে একদিকে আর্টিকেল পড়ে অনেক কিছু জানতে পারলেন, অন্যদিকে শব্দার্থ ও শিখতে পারলেন; এক ঢিলে দুই পাখি শিকার ।
কোন পত্রিকা পড়বেন কিংবা কোন ওয়েবসাইটে ঢুকে আর্টিকেল পড়বেন সেটাও নির্ভর করছে আপনার উপর ।
আমার রুমে প্রতিদিন Daily Star এর সৌজন্য কপি আসে তাই আমি বেশিরভাগ সময় এই পত্রিকার Editorial থেকে শব্দার্থ বাছাই করি, আর্টিকেল পড়ার সময় হাইলাইটার দিয়ে শব্দার্থ দাগিয়ে রাখি, আর্টিকেল পড়া শেষে দাগানো শব্দগুলো Vocabulary খুঁজে অর্থ বের করি ।
এছাড়াও Financial Times, The Sun, The Times of India, The Washington Post, Middle East Monitor এই পত্রিকাগুলোর নিউজ-আর্টিকেল থেকেও শব্দার্থ বাছাই করি ।
নিজের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি পছন্দ করি সেটা হলো অফলাইন পত্রিকা । অফলাইন পত্রিকা যেভাবে মনোযোগ দিয়ে পড়তে পারি, অনলাইনের বেলায় সেই মনোযোগ ধরে রাখতে পারিনা ।
তাই আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে অফলাইন পত্রিকা থেকে এই কাজটা করা গেলে সবচেয়ে ভালো হয় ।
-আরিফুল ইসলাম
Comments
Post a Comment