বুক রিভিউ | আমি | হুমায়ূন আহমেদ
বুক রিভিউ : আমি
লেখক : হুমায়ূন আহমেদ।হুমায়ূন আহমেদের মেয়ে নোভা, নোভার বিয়েতে হুমায়ূন আহমেদ তাকে সারপ্রাইজ দিতে চান। কিভাবে সারপ্রাইজ দিলে সে খুশি হবে?
চিন্তা করে বের করলেন নোভার প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে উপস্থিত করবেন। বিয়ের আসরে নোভার প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে দেখে সে চমকে উঠলো।
.
আরেকবার একটা মেয়ের বিয়ে, মেয়েটি হুমায়ূন আহমেদের ভক্ত। প্রতিরাতে ঘুমানোর সময় হুমায়ূন আহমেদের একটা বই কাছে রেখে ঘুমায়। বাসর রাতেও মেয়েটি হুমায়ূন আহমেদের একটা বই নিয়ে ঘুমাবে। কোন বই নিয়ে ঘুমাবে সেটা জানার জন্য আরেকজনের অনুরোধে হুমায়ূন আহমেদ মেয়েটির বিয়েতে গেলেন।
বিয়ের পিড়িতে বসা মেয়েটি হুমায়ূন আহমেদকে দেখে অবাক হলো, তার প্রিয় লেখক তার বিয়ের অনুষ্ঠানে আসছেন। মেয়েটি হুমায়ূন আহমেদকে বললো, "যতক্ষণ না বিয়ে শেষ হয় ততক্ষণ আপনি আমার পাশে বসে থাকবেন।"
হুমায়ূন আহমেদ মেয়েটির পাশে বসলে মেয়েটি হুমায়ূন আহমেদের হাত ধরলো।
বরযাত্রী এসে যখন দেখলো একটা মেয়ে এক লোকের হাত ধরে বসে আছে, তখন তারা ক্ষেপে গেলো। বিয়ে ভেঙ্গে যাবে এই অবস্থা, শেষে এক শর্তে বিয়ে ভাঙ্গলো না, মেয়েটি আর জীবনে ঐ লেখকের (হুমায়ূন আহমেদ) আর কোনো বই পড়তে পারবেনা!
.
১৯৬৫ সালে লেখক যখন ঢাকা কলেজে পড়তেন তখন একবার বাংলা ক্লাসের শিক্ষক আজিজুর রহমান বললেন, যারা ক্লাস করতে চাও না কিংবা পছন্দ করো না তারা চলে যেতে পারো, তাদের পার্সেন্টেজ দেওয়া হবে।
তখন হুমায়ূন আহমেদ দাঁড়ালেন।
আজিজুর রহমান স্যার বললেন, কিছু বলবে?
হুমায়ূন আহমেদ বললেন, আমি চলে যাবো।
আজিজুর রহমান স্যার বিষ্ময়ে হুমায়ূন আহমেদের দিকে তাকিয়ে রইলেন।
পরে হুমায়ূন আহমেদ জানলেন, এই আজিজুর রহমান স্যারই হলেন বিখ্যাত ঔপন্যাসিক শওকত ওসমান।
.
হুমায়ূন আহমেদের নিজস্ব একটা ক্লাব ছিলো, নিজ বাসায়। ক্লাবের নাম Old Fools' Club, বৃদ্ধ বোকা সংঘ। ঐ ক্লাবে দেশের বর্তমান খ্যাতনামা সব ব্যক্তিবর্গ আড্ডা দিতেন। বর্তমান সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর (যাকে হুমায়ূন আহমেদ প্রয়োজনের পাখি বলেছেন), জাহিদ হাসান, অধ্যাপক আনিসুজ্জামান, জুয়েল আইচ, ইমদাদুল হক মিলন, এস আই টুটুল সহ আরো অনেক খ্যাতনামা ব্যক্তিবর্গ আড্ডা দিতেন। Old Fools' Club এর বিভিন্ন মজার মজার ঘটনা লেখক এই বইটাতে উল্লেখ করেছেন।
.
বাংলাদেশের প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনীর (সাইন্স ফিকশন) লেখক কে?
- অনেকেই মনে করেন ড. মুহম্মদ জাফর ইকবাল, কিন্ত না। বাংলাদেশের প্রথম সাইন্স ফিকশন লেখক হুমায়ূন আহমেদ, জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল।
বইয়ের নাম, তোমাদের জন্য ভালোবাসা - হুমায়ূন আহমেদ। (বলপয়েন্ট, পৃষ্ঠা ৩৮)
.
হুমায়ূন আহমেদ কি কখনো writers block বা লেখক বন্ধ এ ছিলেন?
লীলাবতী উপন্যাস লিখার সময় লেখক প্রায় ২০ দিন রাইটার্স ব্লকে ছিলেন।
.
PHD করার জন্য যখন আমেরিকায় যান তিনি, তখন Quantum Chemistry ভালোমতো বুঝতেন না, মিডটার্ম পরীক্ষায় পান ০০।
আবার এই Quantum Chemistry তে ফাইনাল পরীক্ষায় পান ১০০ তে ১০০!
.
হুমায়ূন আহমেদের ডাকনাম ছিলো কাজল। বিভূতিভূষণের অপরাজিত উপন্যাস থেকে বাবা নাম রাখেন কাজল। নানীজান আদর করে ডাকতেন, বাচ্চু নামে।
বইটিতে হুমায়ূন আহমেদের ব্যক্তিগত জীবন নিয়ে আরো অনেক চমকপ্রদ তথ্য আছে। একজন রহস্যময় মানুষের রহস্যেঘেরা আত্মজীবনী পড়ে ভালো লাগলো।
একই বইয়ে ৩ টা আত্মজীবনীগ্রন্থ একসাথে।
বলপয়েন্ট, কাঠপেন্সিল আর ফাউন্টেনপেন।
বিদ্র: হুমায়ূন আহমেদের প্রথম বই পড়ি আত্মজীবনীমূলক। বইয়ের নাম 'হিজিবিজি'।
রিভিউ লিখেছেন আরিফুল ইসলাম।
Comments
Post a Comment