বই রিভিউ | মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে?
বই রিভিউ : মুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে?
লেখক: আমির জামান এবং নাজমা জামানমুসলিম পরিবারের ছেলেমেয়েরা কেন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে? |
কথায় কথায় আমরা বলি '৯০ ভাগ মুসলমানদের দেশে এটা হয় কেন? ঐটা হবে কেন?' কিন্ত ৯০ ভাগের মধ্যে কয়ভাগ আছে যারা ইসলাম সম্পর্কে জানে?
একদিন একজন বলেছিলেন, বাংলাদেশের ৯০ ভাগ মানুষের নাম শুনলে মুসলমান-মুসলমান মনে হয়! কথাটা কতটুকু সত্য তা আশেপাশে চোখ মেললেই দেখতে পাই। বাংলাদেশে ধর্ষণ হয়। ধর্ষণ করে কারা? মুসলমানরা! বাংলাদেশে খুন-হত্যা হয়, করে কারা? মুসলমানরা।
কিন্ত আল্টিমেটলি এরকম খুন-হত্যা-ধর্ষণের পর পত্রিকায় শিরোনাম হয়না যে 'বাংলাদেশের এক মুসলিম যুবক খুন/ধর্ষণ করছে'। অপরদিকে কোনো মাদ্রাসার শিক্ষার্থী এরকম নিকৃষ্ট কাজ করলে তখনই তেলেবেগুনে জ্বলে উঠে সবাই, সে ইসলাম ধর্মের প্রচারক হয়েও কিভাবে এই কাজটা করতে পারলো?
অথচ বাকি ৯০ ভাগের বেলায় কেউ একথা বলেনা কিন্ত নিজেদের বল প্রকাশের জন্য অনেক সময় আমরা বলে থাকি '৯০ ভাগ মুসলমানের দেশ'।
আমাদের মধ্যে এই ধারণা জন্মেছে যে, এদেশে ইসলাম পালন করবে ৯০ ভাগের মধ্যে মুষ্টিমেয় এক গোষ্ঠী, যারা হয়তো মাদ্রাসার ছাত্র কিংবা গ্রামের কোনো বৃদ্ধ!
এই বইটি একটা সময়োপযোগী একটা বই। লেখক এবং লেখিকা বইটিতে এদেশের তরুণদের ইসলাম থেকে সরে যাবার বাস্তব কিছু কারণের বর্ণনা দিয়েছেন যা আসলেই এদেশেরে তরুণদের ইসলাম থেকে দূরে থাকার মূল কারণ।
লেখক দম্পতি যেসব কারণ বর্ণনা করেছেন তা এরকম:
১। পারিবারিক অসচেতনতা। ছেলেমেয়েরা বাবা মা'কে ইসলাম পালন করতে দেখে না।
১। পারিবারিক অসচেতনতা। ছেলেমেয়েরা বাবা মা'কে ইসলাম পালন করতে দেখে না।
২। কুরআন থেকে দূরে সরিয়ে রাখার প্ররোচনা; ওযু ছাড়া কুরআন তেলাওয়াত করা যাবেনা এরকম ধারণা দেওয়া।
৩। রাসূল সা: না চেনা এবং তার জীবনী না জানা। অনেকেই বিশ্ব ইতিহাসের অনেক ব্যক্তির ইতিহাস, আত্মজীবনী পড়লেও বেশিরভাগ মুসলিম নামধারী যুবক-যুবতী এখনো রাসূল সা: এর সীরাত গ্রন্থ (জীবনী) পড়েন নি।
৪। সাহাবা রা: দের সম্পর্কে না জানা।
৫। বাংলা একাডেমীর বই মেলায় ইসলামী বই না থাকা। বই মেলাতে লক্ষ লক্ষ আধুনিক ছেলেমেয়ের সমাগম ঘটলেও ইসলামিক ফাউন্ডেশন এবং আরো দু একটা ইসলামী বইয়ের স্টল ছাড়া আর কোনো ইসলামী বইয়ের স্টল থাকেনা।
৬। ইসলামীক লাইব্রেরীর অভাব। কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো হয় কিন্ত মসজিদটা থাকে কেবল নামাজ পড়ার জায়গা হিসেবে। এমনকি মসজিদে ও একটা পাঠাগার থাকেনা, যার ফলে মসজিদ কেবলমাত্র নামাজ পড়ার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে!
৭। ইসলামকে নিজেদের সুবিধামতো কাস্টমাইজ করে নিয়ে ব্যাখ্যা করা।
এই কারণটা আমার কাছে অনেক ভাইটাল মনে হয়েছে। যদি এদেশের ইসলাম প্রচারকদের দেখি তাহলে এই জিনিসটা সহজেই অনুমেয়।
এই কারণটা আমার কাছে অনেক ভাইটাল মনে হয়েছে। যদি এদেশের ইসলাম প্রচারকদের দেখি তাহলে এই জিনিসটা সহজেই অনুমেয়।
৮। জুমা'র খুৎবা থেকে কোনো শিক্ষাগ্রহণ না করা।
৯। মৃত ব্যক্তিকে নিয়ে অধিক ব্যস্ত থাকা।
মৃতবাড়ির লোকজন কিছুদিন নামাজ পড়ে, কিছুদিন টিভি দেখা বন্ধ করে দেয়, ৩ দিনের দিন গরু-ছাগল জবাই দিয়ে শতশত লোক খাওয়ানো, বছর বছর মৃত্যুবার্ষিকী পালন করা ইত্যাদি।
মৃতবাড়ির লোকজন কিছুদিন নামাজ পড়ে, কিছুদিন টিভি দেখা বন্ধ করে দেয়, ৩ দিনের দিন গরু-ছাগল জবাই দিয়ে শতশত লোক খাওয়ানো, বছর বছর মৃত্যুবার্ষিকী পালন করা ইত্যাদি।
১০। মধ্যযুগ ও জাহেলিয়াতের যুগ নিয়ে ভুলবুঝাবুঝি।
বইয়ের শেষের দিকে কিছু অমুসলিমদের ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণের কাহিনীর কথা আলোচনা করা হয়েছে।
তাছাড়া বর্তমান বিশ্বের অনলাইনে জনপ্রিয় বেশিরভাগ স্কলারই কেউ অমুসলিম থেকে মুসলিম হয়েছেন (যেমন: আবু আমিনাহ বিলাল ফিলিপস, আব্দুর রহমান গ্রীণ), কেউবা সম্বিত ফিরে পেয়েছেন ইসলামের মধ্যে (যেমন: নোমান আলী খান)।
তাছাড়া বর্তমান বিশ্বের অনলাইনে জনপ্রিয় বেশিরভাগ স্কলারই কেউ অমুসলিম থেকে মুসলিম হয়েছেন (যেমন: আবু আমিনাহ বিলাল ফিলিপস, আব্দুর রহমান গ্রীণ), কেউবা সম্বিত ফিরে পেয়েছেন ইসলামের মধ্যে (যেমন: নোমান আলী খান)।
বইটির প্রকাশক Institute of Family Development, Canada.
বইয়ের প্রচ্ছদমূল্য ২৫০ টাকা।
বইয়ের প্রচ্ছদমূল্য ২৫০ টাকা।
বই রিভিউ ঃ আরিফুল ইসলাম
Comments
Post a Comment