বই রিভিউ | বিশ্বাসের যৌক্তিকতা

বই রিভিউ : বিশ্বাসের যৌক্তিকতা

লেখক : রাফান আহমেদ

প্রথমেই বইটার নাম শুনে আমার কাছে কেমন জানি অদ্ভুত লেগেছিলো, মনে প্রশ্নও জাগছে । বিশ্বাসকে আবার যুক্তির মাপকাঠিতে কিভাবে বিচার করা হবে যেখানে বিশ্বাস এমন একটা বিষয় যা আমার কাছে মনে হয় যুক্তির সাথে কন্ট্রাডিক্টরি । যুক্তি দিয়ে যদি মেনে নেওয়া হয় তাহলে সেটা আবার 'বিশ্বাস' হলো কিভাবে ?

পবিত্র কুরআনের শুরুতে সূরা বাকারায় আল্লাহ বিশ্বাসীর সংজ্ঞা দিতে গিয়ে বলেন,

ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱلْغَيْبِ

Who believe in the unseen । যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস করে ।

বিশ্বাসের যৌক্তিকতা
বিশ্বাসের যৌক্তিকতা

একজনের সাথে সারাদিন তর্ক করেও অদেখা বিষয়ের উপর ঈমান আনার যৌক্তিকতা তাকে কিভাবে বুঝাবো যেখানে আমি নিজে সেগুলো না দেখে বিশ্বাস করেছি ?

বইটা খুলে পড়া শুরু করলাম । আমার এই প্রশ্নের উত্তর খুঁজতে বেগ পেতে হলোনা (বিশ্বাসকে যুক্তি দিয়ে বিচার করা) ।
বইয়ের ২৭ নাম্বার পৃষ্ঠায় লেখক লিখেছেন, "স্রষ্টার অস্তিত্ব আমাদেরকে যুক্তি খাটিয়ে বের করতে হবে এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে গড়ে উঠেছে । এইরূপ চিন্তাধারা পুরোপুরি ত্রুটিযুক্ত । আমরা স্রষ্টায় এ কারণে বিশ্বাস করিনা যে আমরা যুক্তি খাটিয়ে তা বের করতে পারি । যৌক্তিক চিন্তা করার কাজ হল, ফিতরাহকে জাগিয়ে তোলা ।"

বিশ্বাসের যৌক্তিকতা নিয়ে আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর পেয়ে যাই এই লাইনটির মাধ্যমে, যৌক্তিক চিন্তা করার কাজ হল ফিতরাহকে জাগিয়ে তোলা ।

এর আগে লেখক একটা অধ্যায়ে ফিতরাহ সম্পর্কে লিখেছেন 'ফিতরাহ: স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস কি সহজাত?'
এই ফিতরাহ হলো সহজাত প্রবৃত্তি যা দিয়ে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন ।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসালাম বলেন, প্রত্যেক শিশুই ফিতরাহ এর উপর জন্মায় (সহীহ বুখারী) ।

প্রত্যেক শিশুই যে জন্মগতভাবে ফিতরাহ-র উপর জন্মায় একথা বিশ্বাস করার জন্য মুমিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহিসালাম এর হাদীসই যথেষ্ট ।

কিন্ত যারা সবকিছুতেই বিজ্ঞান খুঁজেন, বিজ্ঞানকেই একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় হিসেবে মনে করেন তাদের জন্য লেখক বিজ্ঞানের আলোকে ফিতরাহ-র উদ্ধৃতি দিয়েছেন ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডেভেলোপমেন্টাল সাইন্টিস্ট ড. জাস্টিন এল. ব্যারেট শিশুদের উপর গবেষণা করেন ।
একটা বই লিখেন তিনি 'Born Believers' নামে। যেখানে তিনি বলেছেন, "শিশুরা জন্মগতভাবে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী, যাকে আমরা বলি সহজাত ধর্ম ।"

বইটিতে ছোট ছোট অনুচ্ছেদে লেখক অনেক তথ্যসমৃদ্ধ কথা লিখেছেন ।
বইটি প্রকাশ করেছে সমর্পণ প্রকাশন।
প্রচ্ছদ মূল্য ১২০ টাকা।
(ছবি: লেখকের কাভার ফটো)

বই রিভিউ করেছেন আরিফুল ইসলাম।

Comments

Popular posts from this blog

মেমোরি সম্পর্কে বিস্তারিত জানুন | মেমোরির সাতকাহন

বই রিভিউ | আফ্রিকী দুলহান