সেরা বই রিভিউ | বাক্সের বাইরে
সেরা বই রিভিউ : বাক্সের বাইরে
লেখক: শরীফ আবু হায়াত অপু।১।
বিজয় সরণির মোড়ে বিশাল বিলবোর্ডে একটা মেয়ের ছবি। বস্ত্রবালিকা।হাতে টিফিন বাটি। প্রথম আলোর মতে এই মেয়েটির হাতে বাংলাদেশ।
আসলে মেয়েটির হাতে বাংলাদেশ নেই-আছে একটা বাটি।এমন অনেকগুলো বাটি দেখেছিলাম রানা প্লাজায়। ভাতের বাটি।সাদা ভাত.....।
লেখক এভাবে বাস্তব জীবনের দেখা গল্পগুলো সাজিয়ে এনেছেন এই বাক্সের বাইরে বইটির মধ্যে।
কিছু বই আছে যেগুলো শেষ পৃষ্ঠা পড়ার পরও পরের পৃষ্ঠা উল্টাই,আর আছে কিনা দেখার জন্য। যখন দেখি বইটি পড়া শেষ,তখন।আফসোসের সুরে বলি,হায় হায়!আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো!বাক্সের বাইরে বইটাও সেরকম,আরেকটু বড় হলে ভালো হতো,তবুও কম কিসে? ১৮৯ পৃষ্ঠার বই।
বাক্সের বাইরে |
২।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের প্রথম দিককার শিক্ষার্থী শরীফ আবু হায়াত অপু ভাই বাক্সের বাইরে বইটির মধ্যে সমাজে আমাদেরকে শিখানো মিথ্যা বুলির আড়ালের দিকগুলো তুলে ধরেছেন। প্রশ্ন করেছেন কর্তাব্যক্তিদের তাদের দ্বিচারিতার জন্য।
বইয়ের একটা অনুচ্ছেদে 'জাফর ইকবাল স্যার সমীপেষু' শিরোনামে তিনি লিখেন কিভাবে জাফর ইকবাল স্যার ছোটবেলায় গল্পের মাধ্যমে উনার নায়ক ছিলেন। 'তোমাদের প্রশ্ন আমার উত্তর' বইয়ের হিরোর মতো তিনিও ভার্সিটিতে সাইকেল চালিয়ে যাওয়া শুরু করলেন।
কিন্ত এই হিরোর পতন হয় জাফর ইকবাল স্যারের একটা সাক্ষাতকারের মাধ্যমে,সেই কাহিনী বর্ণনা করেন বইয়ে।
৩।
নূ ক্যাম্পে বার্সেলোনার খেলার সময় সমর্থকরা বার্সেলোনার জার্সি পরে আসেন। একটি রপ্তানিসমিতির দাবী অনুসারে বাংলাদেশের অন্তত ৯০ টি প্রতিষ্ঠান আছে যারা বিশ্বখ্যাত ব্রান্ড নাইকির (Nike) জন্য কাপড় তৈরি করে। নাইকির তৈরি একটি রেপ্লিকার জার্সির দাম ৮৫ ডলার। অথচ এই জার্সিটা তারা বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে যায় মাত্র ১৯০-২১০ টাকায়!
শ্রমবাজার সস্তা করে নারী শ্রমিকদের কিভাবে গাধার মতো পোশাক শিল্পের কর্তাবাবুরা খাটাচ্ছে সেই তথ্যগুলো তিনি বিভিন্ন সূত্রের মাধ্যমে তুলে ধরেন।
৪।
বইয়ের অনুচ্ছেদগুলোর শিরোনামগুলো এক্সক্লুসিভ। ১৮৯ পৃষ্ঠার বই ৩২ টা অনুচ্ছেদে বিভক্ত। একেকটা অনুচ্ছেদ এমনভাবে সাজানো,পড়লে মনে হয় গল্প পড়ছি নাকি প্রবন্ধ!
অনুচ্ছেদের শুরু হয় গল্প দিয়ে, আস্তে আস্তে সেই গল্প প্রবন্ধে রূপ নেয়।অনুচ্ছেদগুলো সাজানোর এই ধারাটি বইটি পাঠে আগ্রহ বাড়িয়ে দেয়।
অনুচ্ছেদের শিরোনামগুলো পড়লে সেটা একবার চোখ বুলিয়ে দেখতে ইচ্ছা জাগে।
যেমন:ডেভিল'স এডভোকেট,
কোথায় পাবো তারে,
পথ হারাবে না বাংলাদেশ,
ডেসটিনি নাকি শয়তানি?
আত্মসমর্পণের চিরকুট ইত্যাদি।
৫।
আমরা মোটামুটি সবার ইচ্ছা থাকে To think out of the box, অর্থাৎ বাক্সের বাইরে চিন্তা করার।
বাক্সের বাইরে চিন্তা করা বলতে হয়তো আমরা বুঝি,বর্তমান পরিস্থিতি কথা ভিন্নভাবে চিন্তা করা। কিন্ত বইটি পড়ে বুঝতে পারলাম, বর্তমান পরিস্থিতিকে কিভাবে ভিন্ন আঙ্গিকে চিন্তা করা যায়, প্রতিটি ক্ষুদ্র ফ্যাক্টকে কিভাবে বিশ্লেষণ করা যায় সেই বোধটা জন্মানোর এক দীক্ষা বইয়ের মধ্যে পেলাম।
যেমন: আগে কোকাকোলার বোতলের ঢাকনা খুললে বিদেশ যাওয়ার টিকেট,ফ্রিজ,টেলিভিশন,মোটরসাইকেল ইত্যাদি পাওয়া যাবে এরকম লোভ দেখানো হতো।
লেখক সেই লোভ দেখানোকে বিশ্লেষণ করে দেখালনে এর পেছনে বিজনেস মোটিভটা কিভাবে কাজ করছে। একটা আহত কাক আশ্রয় পাবার পর যখন ডানা মেলে উড়তে চায় কিন্ত ওর ডানা ভাঙ্গা, সেই ডানা ভাঙ্গা পাখির মতো আমাদের স্বাধীনতা ও কি এরকম না?
-আরিফুল ইসলাম
Comments
Post a Comment