বই রিভিউ | ঢাকনা | সপ্তাহের ৭ দিনের নামকরণের গল্প
বই রিভিউ :ঢাকনা
ক্লাস টু'তে থাকতে আমরা সপ্তাহের ৭ দিনের বাংলা নাম-শনিবার,রবিবার,সোমবার আর ইংরেজি নাম-Saturday, Sunday,Monday আর আতা গাছে তোতাপাখি কবিতাও মুখস্থ করেছি।
সপ্তাহের ৭ বারের নামগুলো আমরা ঐ তোতাপাখির মতোই মুখস্থ করেছে,শনিবারকে শনিবার কিংবা Sunday কে Sunday কেন বলা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ আসলে ক্লাস টু'তে থাকা অবস্থায় থাকার কথা না।
পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত জানারও প্রয়োজন মনে হয়নি,হয়তো এজন্য যে পরীক্ষায় সপ্তাহের ৭ বারের নামকরণের ইতিহাস লিখ বা Write the origin of the day's name এরকম কোনো প্রশ্ন মুখস্থ করতে হয়নি তাই এর ইতিহাস সম্পর্কে আমরা জানিনা।
কিন্ত ক্লাস টু'তে পড়া আরজুর মেয়ে সায়রা কোনো কিছু মুখস্থ করার আগে তা জেনেশুনেই মুখস্থ করে।
স্কুলে যখন সপ্তাহের ৭ বারের নাম মুখস্থ করার জন্য বলা হলো তখন বাসায় এসে সে তার বাবা আরজুকে সাত বারের নাম কেন এভাবে রাখা হলো সেটা নিয়ে প্রশ্ন করে।
তাছাড়া, গ্রামে যখন সে বেড়াতে যায় তখন দেখে গ্রামের মানুষ কোনো ভালো কাজ করার জন্য মঙ্গলবারকে ঠিক করে,আর কারো খারাপ কিছু হলে বলে শনির দশা,আর কারো বিয়ে ঠিক করলে সাধারণত শুক্রবারে ঠিক করে,এগুলো কেন করে এই সংক্রান্ত নানা প্রশ্ন বাবকে সে করে।
স্বভাবজাত শান্তশিষ্টভাবে আরজু মেয়ের কৌতুহল পূরণের জন্য তথ্যবহুল উত্তর প্রদান করে বিভিন্ন বাস্তব উদাহরণের মাধ্যমে।
সপ্তাহের সাতদিনের নামের পেছনে যে পৌত্তলিকতার ইতিহাস মিশে আছে তা বইটি পড়লে কিছুটা ধারণা মিলতে পারে।
এটির কোনো হার্ডকপি নেই, PDF আকারেই আছে। অর্থাৎ বইটির কেবল পিডিএফ সংস্করণই বের করেছিলাম।
পিডিএফ লিংক : https://drive.google.com/file/d/0B54j2fCPGFk0VGVnOUNYeVlpYkU/view?fbclid=IwAR13EpEBxwDOQQU8OfHps56v7psQmFuXqAtDnv4FSunSdw6fGUj187qRtGU
ডাউনলোড করতে সমস্যা হলে কমেন্টে করুন।
-আরিফুল ইসলাম
সপ্তাহের ৭ দিনের নামকরণের গল্প
ক্লাস টু'তে থাকতে আমরা সপ্তাহের ৭ দিনের বাংলা নাম-শনিবার,রবিবার,সোমবার আর ইংরেজি নাম-Saturday, Sunday,Monday আর আতা গাছে তোতাপাখি কবিতাও মুখস্থ করেছি।
সপ্তাহের ৭ বারের নামগুলো আমরা ঐ তোতাপাখির মতোই মুখস্থ করেছে,শনিবারকে শনিবার কিংবা Sunday কে Sunday কেন বলা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ আসলে ক্লাস টু'তে থাকা অবস্থায় থাকার কথা না।
পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত জানারও প্রয়োজন মনে হয়নি,হয়তো এজন্য যে পরীক্ষায় সপ্তাহের ৭ বারের নামকরণের ইতিহাস লিখ বা Write the origin of the day's name এরকম কোনো প্রশ্ন মুখস্থ করতে হয়নি তাই এর ইতিহাস সম্পর্কে আমরা জানিনা।
কিন্ত ক্লাস টু'তে পড়া আরজুর মেয়ে সায়রা কোনো কিছু মুখস্থ করার আগে তা জেনেশুনেই মুখস্থ করে।
স্কুলে যখন সপ্তাহের ৭ বারের নাম মুখস্থ করার জন্য বলা হলো তখন বাসায় এসে সে তার বাবা আরজুকে সাত বারের নাম কেন এভাবে রাখা হলো সেটা নিয়ে প্রশ্ন করে।
তাছাড়া, গ্রামে যখন সে বেড়াতে যায় তখন দেখে গ্রামের মানুষ কোনো ভালো কাজ করার জন্য মঙ্গলবারকে ঠিক করে,আর কারো খারাপ কিছু হলে বলে শনির দশা,আর কারো বিয়ে ঠিক করলে সাধারণত শুক্রবারে ঠিক করে,এগুলো কেন করে এই সংক্রান্ত নানা প্রশ্ন বাবকে সে করে।
স্বভাবজাত শান্তশিষ্টভাবে আরজু মেয়ের কৌতুহল পূরণের জন্য তথ্যবহুল উত্তর প্রদান করে বিভিন্ন বাস্তব উদাহরণের মাধ্যমে।
ঢাকনা বই |
সপ্তাহের সাতদিনের নামের পেছনে যে পৌত্তলিকতার ইতিহাস মিশে আছে তা বইটি পড়লে কিছুটা ধারণা মিলতে পারে।
এটির কোনো হার্ডকপি নেই, PDF আকারেই আছে। অর্থাৎ বইটির কেবল পিডিএফ সংস্করণই বের করেছিলাম।
পিডিএফ লিংক : https://drive.google.com/file/d/0B54j2fCPGFk0VGVnOUNYeVlpYkU/view?fbclid=IwAR13EpEBxwDOQQU8OfHps56v7psQmFuXqAtDnv4FSunSdw6fGUj187qRtGU
ডাউনলোড করতে সমস্যা হলে কমেন্টে করুন।
-আরিফুল ইসলাম
Comments
Post a Comment