মেমোরি সম্পর্কে বিস্তারিত জানুন | মেমোরির সাতকাহন
কম্পিউটারের অনন্য বৈশিষ্ট্যগুলোর মাঝে একটি হলো তথ্য বা ডাটা সংরক্ষন করা।স্থায়ী বা অস্থায়ী ভাবে কম্পিউটারের যেসকল অংশ বা component এই তথ্য সংগ্রহের মত গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে, তাদেরকেই কম্পিউটারের মেমোরি বলা হয়। কতটুকু তথ্য এই মেমোরিধারক বা memory device ধারন করতে পারবে তা নির্ভর করে মেমোরির ধারন ক্ষমতা বা capacity এর উপর। এসব তথ্যের উপর বিভিন্ন ধরনের গানিতিক প্রক্রিয়া প্রয়োগ করে কম্পিউটার ফলাফল প্রদর্শন করে থাকে। এ কারনেই বিভিন্ন ধরনের যৌক্তিক (logical) এবং গানিতিক (mathematical) দক্ষতা এবং সে সাথে ধারন ক্ষমতা এর উপর লক্ষ্য রেখে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের মেমোরি যাদের সকলের ধারন ক্ষমতা এবং দক্ষতা সমান নয়।শুধুমাত্র এ কারনেই তথ্য সংগ্রহের জন্য এবং সেই তথ্যের প্রক্রিয়াজাতকরন (processing) এর জন্য ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন মেমোরি । তথ্যের সংরক্ষন ও প্রক্রিয়াকরনের জন্য মেমোরি অনেকগুলো সুনির্দিষ্ট স্থান থাকে স্থান গুলোকে সনাক্ত করার জন্য ব্যবস্থাও থাকে যাকে মেমোরি এড্রেস বলা হয়। মেমোরির প্রতিটি স্থানকে মেমোরি সেল বলে। মেমোরি সেল একটি বিট (০ বা ১) সংরক্ষণ করা যায়। মেমোরির প্রয়োজনীয়তা: